Too many failed attempts যার অর্থ প্রচুর ব্যর্থ প্রচেষ্টা
যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের প্রতিটি ডিভাইসের জন্য জিমেইল অ্যাকাউন্ট অপরিহার্য কারন একটি জিমেইল একাউন্ট ছাড়া ইন্টারনেট এর অনেকগুলো সেবা নেওয়া যায় না। সে জিমেইল অ্যাকাউন্ট যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে অবশ্যই আপনার কাজে ব্যাঘাত ঘটবে, চলুন জেনে নিই এ সমস্যাটি কেন হয়ে থাকে প্রথমত আমরা যখন কোন ডিভাইসে আমাদের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি এই ডিভাইসের সমস্ত তথ্য গুলো গুগোল বা জিমেইল অ্যাকাউন্ট এর কাছে থাকে, এবং লক্ষ্য করে দেখবেন আপনার লোকেশন পর্যন্ত তারা আপনাকে শো করে এবং এটি আপনার পারমিশন নিয়ে তারা করে।

আমরা যখন জিমেইল একাউন্ট আমাদের ডিভাইসে লগ ইন করার জন্য সমস্ত তথ্য তাদেরকে দেই তারা আমাদের কাছে কিছু পার্মিশন চাই যেটা তাদেরকে দিতে হয়, না হলে আমাদেরকে তারা জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে দেয় না, এ বিষয়ে বিচলিত হওয়ার কিছু নেই কারণ তারা আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা ক্ষেত্রে অনেক কেয়ারফুল। 2-Step Verification আমাদের জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষার জন্য আমরা অনেকেই এই অপশনটি চালু করে থাকি এবং এই অপশনটি চালু থাকার কারণে আমাদের অ্যাকাউন্টে সিকিউরিটি সিস্টেম আরেকটু স্ট্রং হয়, কারণ আপনি যখন এই অপশনটি চালু করতে যাবেন অবশ্যই আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে, সেক্ষেত্রে আপনি যতবারই কোন ডিভাইসে এই জিমেইল একাউন্টে লগইন করতে যাবেন আপনার কাছে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে এই কোডটি যতক্ষণ পর্যন্ত আপনি দিবেন না আপনার জিমেইল টি আপনি লগইন করতে পারবেন না, এই সিকিউরিটি সিস্টেম থাকার কারণে হ্যাকারের হাত থেকে আপনার জি-মেইল একাউন্ট 75% শতাংশ পর্যন্ত সুরক্ষা করা যায়।
এবং এই অপশনটি অনেকেই জানেনা বা অনেকেরই অপশনটি চালু থাকে না, তারা জিমেইলে তাদের পাসওয়ার্ড দিয়ে ঢুকে সে ক্ষেত্রে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যাদের এই অপশনটি চালু আছে তাদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরেকটু বেশি থাকে, আমরা কিছু তথ্য জেনে নিলাম এবং এখন আমরা জানবো এ সমস্যাটি কেন হয় আর এটির সমাধান কি।
প্রথমত এই সমস্যাটি হয়ে থাকে যখন আমাদের ডিভাইস এ কোন সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা অনেকেই ফ্যাক্টর রিয়েস্টেট বা ফ্ল্যাশ করে থাকি তখন আমাদের এই জিমেইল এবং যাবতীয় তথ্য যা আছে সব গুলো কিন্তু এই ডিভাইস থেকে চলে যায় এ বিষয়টি অনেকেই জানে।
পুনরায় যখন আমরা আমাদের জিমেইল একাউন্টে আমাদের ডিভাইসে এ লগইন করতে চাই তখন আমরা যে টু ফ্যাক্টর ভেরিফিকেশন সিস্টেমটি চালু করেছিলাম সেখানে একটি গুগল থেকে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আমাদের
মোবাইল নাম্বার দেওয়া হয়,
এই কোডটি দেওয়ার পরে জিমেইলে লগইন করতে দেয় কিন্তু অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক এবং সার্ভার সমস্যার কারণে এটি আসতে দেরি হয় আমরা অনেকেই এই সমস্যার কারণে অনেকবার এই কোডটি দিয়ে থাকি অনেকে জানে না পাঁচবারে অধিক দেওয়ার কারনে গুগোল আমাদের এই জিমেইল অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়
এবং গুগোল মনে করে থাকে কোন হ্যাকার আপনার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে
এবং সেখানে লেখা থাকে আপনি অনেকবার চেষ্টা করেছেন তিন থেকে চার ঘণ্টা পরে আবার চেষ্টা করুন,
কিন্তু আসলেই তিন-চার ঘণ্টা পরে আপনি পুনরায় চেষ্টা করতে পারবেন না সেখানে তাদের কিছু নিয়ম তান্ত্রিক রুলস আছে এটি অনেক ক্ষেত্রে 48 ঘণ্টা বা তারও অধিক 72 ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়।
48 ঘণ্টা অপেক্ষা করতে হবে বা তার অধিক 72 ঘণ্টা পর্যন্ত 48 ঘণ্টার মধ্যে আপনি একবারও আপনার ইমেইল টি রিকভারি করবেন না
সবচেয়ে ভালো হয় 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা 72 ঘন্টা সময় যখন শেষ হবে, অবশ্যই আপনাকে তারা আবার সুযোগ দিবে আপনার ইমেইলটি রিকভারি করার জন্য।
দর্শক এই লেখাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
Thank you for commenting