How to Deactivate Your Facebook Account

 

How to Deactivate Your Facebook Account

পুরো বিশ্বে ফেসবুক ব্যবহারকারী দিন দিন যেমন বাড়ছে ঠিক তার উল্টো এইসব সোশাল প্লাটফর্ম গুলোতে হয়রানির শিকার দিন দিন বাড়ছে, অনেক ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারী হয়রানির শিকারের কারণে মামলা পর্যন্ত করতে হচ্ছে,  এই বিষয়গুলো কয়েকটি কারণে হতে পারে, প্রথম যে কারণটি হ্যাকারদের কারণে আপনার ফেসবুকের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। 

সেক্ষেত্রে ফেসবুকের সিকিউরিটি দিক গুলো লক্ষ্য রাখা উচিত যাতে করে আকাঙ্ক্ষিত ফেসবুক হ্যাকিং থেকে আপনার তথ্যগুলো সুরক্ষিত করা যায় । 

দ্বিতীয় যে বিষয় লক্ষ্য করা যায় ব্যক্তিগত অনেক তথ্য ফেসবুকে শেয়ার করা এবং আপলোড করা সে ক্ষেত্রে এই ছবিগুলো বা আপনার ব্যক্তিগত তথ্য গুলো ডাউনলোড করে  নেওয়া যায় এবং অনেকক্ষেত্রে ছবিগুলো বিভিন্ন খারাপ ওয়েবসাইটের ব্যবহার করা হয়। 

একটি বিষয় মাথায় রেখে আমাদেরকে সামনে চলাই ভালো ইন্টারনেট জগতে যেমন করে ভালো দিক আছে ঠিক তার বিপরীত এটি খারাপ দিকও আছে।

অনেক ক্ষেত্রে আমাদের ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করতে হয় আজকে আমরা জানবো ফেসবুক একাউন্ট সাময়িকভাবে কিভাবে ডিএক্টিভ  করে।


 আপনার ফেসবুক লগইন করুন তারপর চলে যান প্রাইভেসি সেটিং। 

How to Deactivate Your Facebook Account


ছবিতে দেওয়া লাল বক্স গুলো অনুসরন করুন Your Facebook information ক্লিক করুন।


 

How to Deactivate Your Facebook Account


Temporarily deactivate or Permanently Delete your Account
এই লেখাটির পাশে  view  যে বক্সটি দেখছেন সেটিতে ক্লিক করুন।

How to Deactivate Your Facebook Account



 পরবর্তীতে

How to Deactivate Your Facebook Account

এখানে দুটি অপশন পাবেন একটি Deactivate your account অন্যটি হচ্ছে Delete your account, আপনি যদি আপনার ফেসবুক ডিলিট করে দিতে চান তাহলে এখান থেকে পারবেন, আর যদি  সাময়িক বন্ধ রাখতে চান তাহলে সেটিও করতে পারবেন Continue to Account deactivation ক্লিক করুন।




How to Deactivate Your Facebook Account


এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দেওয়ার পরে Continue তে ক্লিক করবেন তাহলে আপনার ফেসবুক Deactivated হয়ে যাবে।



❤ দর্শক লেখা টি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ