Gmail account benefits

Gmail account benefits
একটি জিমেইল একাউন্ট এর সুবিধা গুলো

ইন্টারনেট ব্যবহারকারীর পায় প্রায় 99 পার্সেন্ট লোকের একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয়।অনেক ক্ষেত্রে সেটি আপনার প্রয়োজন হলেও ব্যবহার করতে হবে আর যদি প্রয়োজন না হয় তারপরও ব্যবহার করতে হবে কারণ আপনার একটি ডিভাইস কে ইন্টারনেটের সুবিধা দেওয়ার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট বা গুগোল একাউন্ট অপরিহার্য। 
এই অপরিহার্য জিমেইল অ্যাকাউন্ট থেকে আমরা কোন কোন সুবিধা গুলো পেতে পারি এবং এটি আমাদের কোন ধরনের কাজে ব্যবহার করতে পারি আজকে জেনে নিব সে বিষয়গুলো।


/ নাম্বার যে সুবিধা পাচ্ছেন একটি জিমেইল একাউন্ট ক্রিয়েট করার পরে প্লে স্টোর থেকে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন গুলো        ডাউনলোড করা যায়।


নাম্বার যে সুবিধা পাচ্ছেন  গুগল ভয়েস ট্রান্সলেট, যেটা দিয়ে অনেকগুলো দেশের ভাষা আপনি সহজেই ট্রান্সলেট              করতে পারবেন।


নাম্বার যে সুবিধা পাচ্ছেন  গুগোল ফটো, যেটি মধ্যে আপনার গুরুত্বপূর্ণ ছবিগুলো সংরক্ষিত করতে পারবেন সর্বোচ্চ         13 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি। 
 

4নাম্বার যে সুবিধা পাচ্ছেন গুগোল ড্রাইভ, এটিকে ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট  আপনার               কম্পিউটারের সফটওয়্যার প্রয়োজনীয় যত ধরনের ফাইল আছে সবকিছু সংরক্ষিত করতে পারবেন। 

5নাম্বার যে সুবিধা পাচ্ছেন গুগোল কন্টাক্ট, এটিকে ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় ফোন নাম্বার গুলো              ব্যাকআপ দিয়ে রাখতে পারেন যেন পরবর্তীতে কখনো আপনার মোবাইল হারিয়ে গেলে গুগোল কন্টাক্ট  থেকে নাম্বার গুলো ব্যবহার করতে পারেন।


6নাম্বার যে সুবিধা পাচ্ছেন গুগোল ম্যাপ, যেটি ব্যবহার করে আপনি বিভিন্ন জায়গার লোকেশন দেখতে পারবেন এবং         আপনার লোকেশন  অন্যজনকে শেয়ার করতে পারবেন, যাতে করে যে কোন মুহূর্তে আপনাকে খুঁজে পাওয়া যায় এই         সিস্টেমটি ব্যবহার করার সময় অবশ্যই ইন্টারনেট চালু থাকতে হবে।


7নাম্বার যে সুবিধা পাচ্ছেন একটি মেইল একাউন্ট যেটি ব্যবহার করে আপনি বিভিন্ন ফাইল, ভিডিও, মাইক্রোসফট             অফিস ওয়ার্ড, ইত্যাদি সেন্ড করতে পারবেন, এবং সর্বোচ্চ 22 এমবি পর্যন্ত  পাঠাতে পারবেন।

নাম্বার যে সুবিধা পাচ্ছেন ব্লগার ডট কম এটি গুগলের একটি নিজস্ব প্রডাক্ট যা তারা 2003 সালে কিনে নিয়েছিল এটি       ব্যবহার করে আপনি একটি ফ্রি ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন  ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে নিতে           পারেন।

9/  নাম্বার যে সুবিধা পাচ্ছেন গুগোল ডক গুগোল শিট, এটি ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় টাইপিং করার           ডকুমেন্টগুলো এখানে রাখতে পারেন, যেটি ডিলিট হওয়ার সম্ভাবনা কম এবং যেকোনো জায়গা থেকে এটি আপনি           ডাউনলোড করে নিতে পারবে, অনেক ক্ষেত্রে কম্পিউটার খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক                         প্রয়োজনীয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড,  গুগোল ডক, গুগোল শিট, তথ্যগুলো হারিয়ে ফেলি গুগল একাউন্টে এটি             ডিলিট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

১০নাম্বার যে সুবিধা পাচ্ছেন গুগল আর্থ এটি সাধারণত ব্যবহার করে আপনি স্যাটেলাইট থেকে পুরো পৃথিবীটাকে                দেখতে পারবেন এবং যেকোন জায়গার লোকেশন বের করতে পারবেন।  


এবং আর যে  অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো সাধারণত যারা বড় কোনো প্রজেক্ট এর সাথে বা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত তারাই ব্যবহার করে থাকে এগুলো সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে ব্যবহার করেনা, নাম্বার 1 থেকে 10 পর্যন্ত যে অ্যাপ্লিকেশনগুলো আছে আমরা অনেকে এগুলো ব্যবহার করে থাকি আবার অনেকে ব্যবহার করিনা, আজকে আমরা জানলাম এগুলো সুবিধাগুলো কি  এবং একটি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা অনেক ধরনের সুবিধা পেতে পারি। 

দর্শক এই লেখাটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ