How to lock your computer display

How to lock your computer display

যারা কম্পিউটার ব্যবহার করে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি। সেটি হচ্ছে কম্পিউটারের সিকিউরিটি বিষয়ে জোর দেওয়া,  কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কম্পিউটারে আমরা যে ফাইলগুলো রাখি অনেক ক্ষেত্রে এগুলোকে আমরা সিকিউরিটি প্রাইভেসি মেনটেন করে রাখতে পারেনা।  অনেক ক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটারে ফাইলগুলো ওপেন করে চলে যাই। বা কম্পিউটার বন্ধ করতে মনে না থাকার কারণে কম্পিউটার চালু রেখে যাই। সে ক্ষেত্রে আমাদের যে সমস্যাটি হয়, আমাদের কম্পিউটারের যে পার্সোনাল ফাইলগুলো থাকে অন্য কেউ দেখে ফেলার সম্ভাবনা আছে। এটিকে তারা অনেক খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। সে ক্ষেত্রে আমাদের করণীয় কি?   আমি আজকে আপনাদেরকে শেখাবো কম্পিউটার অ্যাপস লক সফটওয়্যার ছাড়া কিভাবে কম্পিউটারকে সংক্ষিপ্ত দুটি কিওয়ার্ড দিয়ে লক করতে পারবেন। ধরুন আপনি আপনার কম্পিউটারে কাজ করছেন, হঠাৎ আপনার একটি কল চলে এসেছে বা আপনাকে কেউ ডেকেছে, সে ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কাজ রেখে উঠে যাবেন নিশ্চয়ই। হয়তো বা কোন অ্যাপস থাকলে অ্যাপসের মাধ্যমে লক করে যাবেন। যদি অ্যাপস না থাকে তাহলে কি করবেন?  চলন সে বিষয়টি আজকে শিখা যাক কিভাবে সংক্ষিপ্ত দুটি   কিওয়ার্ড দিয়ে কম্পিউটার ডিসপ্লে লক করে দেওয়া যায়।  
এতে করে যে সুবিধাটি হয়। যদি আপনি কম্পিউটার লক করে ও যান কম্পিউটার কিন্তু বন্ধ হবে না। শুধু ডিসপ্লেটি লক থাকবে, যাতে করে কেউ আপনার কম্পিউটারে না ঢুকতে পারে। সে যদি ঢোকতে চায় অবশ্যই থাকে আপনার দেওয়া পাসওয়ার্ডটি দিতে হবে।
সর্বপ্রথম এই সুবিধাটি পাওয়ার জন্য আমাদেরকে আমাদের কম্পিউটার মেইন কন্ট্রোল প্যানেলে যেতে হবে। যাতে করে আমরা আমাদের একটি নিজস্ব পাসওয়ার্ড তৈরি করতে পারি। চলুন দেখে আসি কিভাবে একটি পাসওয়ার্ড তৈরি করবেন, যাতে করে আপনার কম্পিউটারকে আরো সুরক্ষা প্রদান করা যায়।


 সর্বপ্রথম চলে যান আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল 

ছবিতে যে লাল বক্স গুলো দেওয়া আছে সেগুলো অনুসরণ করবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন।




ব্যবহারকারীর অ্যাকাউন্ট এ ক্লিক করার পরে আমরা যে অপশনটি পাব। 


এখানে লাল বক্সে যে লেখাটি দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে, আপনার একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে বলছে।

এখানে ক্লিক করার পরে পরবর্তী আমরা যাব। 


আপনার মনে থাকে মতো একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দেন। এখানে আরেকটি বিষয় এ পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। কারণ প্রতিবার কম্পিউটার খোলার সময় পাসওয়ার্ডটি প্রয়োজন হবে।
তারপর ক্রিয়েট পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন।

তাহলেই হয়ে যাবে আপনার কম্পিউটারের পাসওয়ার্ড তৈরি করা। তারপরে সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিন কেটে দিয়ে একবার কম্পিউটার অফ করে আবার অন করে দেখে নিবেন আপনার কম্পিউটারটি লক হয়েছে কিনা। 

যদি কম্পিউটার বন্ধ করে খোলার সময় পাসওয়ার্ড চায়। তাহলে বুঝবেন আপনার কম্পিউটার লক হয়েছে। এর পর আমরা যাব পরবর্তী ধাপে।
 আমরা সর্বপ্রথম বলেছিলাম। যে দুটি কি ওয়ার্ডের মাধ্যমে কিভাবে কম্পিউটার ডিসপ্লে লক করা যায়।


window's + L 
 এই দুটি কি-ওয়ার্ড যখনই একসাথে ক্লিক করবেন। সাথে সাথে আপনার কম্পিউটার ডিসপ্লে লক হয়ে যাবে।

দর্শক এটির কি সুবিধা আমি বিস্তারিত সর্বপ্রথমেই বলছিলাম। এই লেখাটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ