ব্লগারের জন্য আমরা অনেকেই ফ্রি থিম ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে যে সমস্যাটি হয় থিম এর যে নিচের অংশে তাদের ক্রিয়েট বাই নামটি থাকে। সেটি আমরা অনেকেই রিমুভ করতে পারিনা, ছবিতে দেখতে পাচ্ছেন।
রিমুভ করতে গেলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তারা এটি এমন ভাবে তৈরি করে যাতে করে আপনি এটি সহজে রিমুভ না করতে পারেন। অবশ্যই এখানে যারা এইচটিএমএল কোডিং জানে বা যারা ওয়েবসাইট তৈরি করে তাদের জন্য এটি খুব সহজ বিষয়। যেহেতু আমরা নতুন আমাদের জন্য এটি একটি কঠিন বিষয়।
চলুন আগে দেখেনি একটি ফ্রি থিম এর মধ্যে এবং টাকা দিয়ে কিনে নেওয়া থিম এর মধ্যে কতটুকু পার্থক্য থাকে। এটি বুঝার সুবিধার্থে আমি আপনাদেরকে নিচে একটি ছবি দিয়েছি।
ছবিতে দেখতে পাচ্ছেন কোন কোন সুবিধাটি আপনি পাবেন। এবং কোন সুবিধাটি আপনি পাবেন না।
চলুন জেনে নেই এই সমস্যাটি কিভাবে সমাধান করব। এটি যদি রিমুভ করার চেষ্টা করেন, তাহলে আমি আগেই বলেছি অনেক ধরনের সমস্যা দিতে পারে। এটি আমরা রিমুভ না করে একটি এইচটিএমএল কোড দিয়ে ব্লক করে দিব। যাতে করে এটি আমাদের ওয়েবসাইটে দেখা না যায়। এবং সে কোডিং এর মধ্যে আমাদের ওয়েবসাইট লিংক এবং ওয়েবসাইটের নাম দিয়ে দিব।
সর্বপ্রথম চলে যান আপনার ওয়েবসাইটে
ছবিতে দেওয়া লাল বক্সগুলো অনুসরণ করুন,
এইচটিএমএল কোডিং এ ক্লিক করার পরে। এই অপশনটি আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এইচটিএমএল কোডিং এখান থেকে আমরা Ctrl + F একসাথে ক্লিক করব। এবং খুঁজে নিবো Create By নামটি।
সেভ হয়ে গেলে, ভিউ ব্লগ এ যান তারপর রিলোড করুন। করার পরে আপনার ওয়েবসাইটের নিচের অংশে দেখে নিবেন Create by নামটি রিমুভ হয়েছে কিনা।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি। আমি আপনাদেরকে যে এইচটিএমএল কোড টি দিয়েছি। এটির কোন জায়গায় আপনার ওয়েবসাইটের লিঙ্ক এবং নাম দিবেন। সেটি আমি ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনারা করতে পারেন।
0 মন্তব্যসমূহ
Thank you for commenting