প্রযুক্তির ভবিষ্যৎ কী

 প্রযুক্তি কি আসলেই শেষ হয়ে যাবে


প্রযুক্তির ইতিহাস হল সরঞ্জাম এবং কৌশল আবিষ্কারের ইতিহাস এবং মানবতার ইতিহাসের অন্য দিকগুলির অনুরূপ। প্রযুক্তি বলতে ভাষা এবং পাথুরে যন্ত্রগুলির মতো সরল পদ্ধতি থেকে জটিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ১৯৮০-এর দশকের তথ্য প্রযুক্তি পদ্ধতিগুলি বোঝা যায়। প্রযুক্তি শব্দটি গ্রিক শব্দ techne থেকে এসেছে, যার অর্থ শিল্প ও নৈপুণ্য, এবং লোগো শব্দের মানে শব্দ এবং বক্তৃতা। এটির প্রথম প্রয়োগ শিল্পের বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি এখন আমাদের চারপাশের পরিবেশকে প্রভাবিত করে এমন অগ্রগতি এবং পরিবর্তনগুলির বর্ণনা করতে ব্যবহৃত হয় ৷

সারা বিশ্বে ৪.৯ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এটি বিশ্ব জনসংখ্যার 62%

80 দশকের এ প্রযুক্তিগত উন্নয়ন 2023 সালে কিভাবে আমরা ব্যবহার করছি এবং আমাদেরকে আরো কতদূর নিয়ে যাবে ৷
একটা সময় যখন প্রযুক্তি মানুষের কাছে ছিলনা মানুষ তাদের জীবনযাত্রার যে সময়টুকু ব্যবহার করত সেটি এখন এসে সুপারসনিক এর মত হয়ে গেছে সুপারসনিক বলতে আমরা কি বুঝি কোন কাজকে মিলিসেকেন্ডের সমান ভাগে ভাগ করে যে কাজটি করা হয় যেমন একটি সুপারকম্পিউটার আপনার 30 বছরের অংক বা গনিতিক সমস্যাকে অল্প কিছু সেকেন্ডের মধ্যে সমাধান করে দিবে সেটি কিন্তু 80 দশকের আগে আমরা কখনো কল্পনা করতে পারিনি ৷


কিন্তু এখন যে সময় অতিবাহিত হচ্ছে এটি হচ্ছে প্রযুক্তির এক শীর্ষস্থানে এ প্রযুক্তির আমরা যেভাবে ব্যবহার করছি এটি আগে কখনো কল্পনা করা যায়নি, ধরুন এখন আমরা ব্যবহার করছি সুপারসনিক কম্পিউটার ইন্টেলিজেন্ট রোবট কমার্শিয়াল সাইটগুলোতে ব্যবহার হচ্ছে রোবটিক মেশিন যা আগে কখনো দেখা যায়নি ।





কিন্তু একটু ভেবে দেখলে দেখা যায় প্রযুক্তির প্রধান উৎস সেটি হচ্ছে ইলেকট্রিসিটি যে টি না থাকলে প্রযুক্তিকে আমরা এত কাছ থেকে দেখতাম না  এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে সময় আমরা ইলেকট্রিসিটি আবিষ্কার করিনি তখন আমাদের জীবনযাত্রা খুব সাধারন ভাবেই অতিবাহিত হয়েছে এখন আমরা যে সময় অতিবাহিত করছি এটি ইলেকট্রিসিটি আবিষ্কারের মূলধারা, ধরুন যদি কোনো কারণে ইলেকট্রিসিটি এর মূল প্রবাহ আমরা বন্ধ করে দিই বা কোনো কারণে সেটি বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু আমরা ইন্টারনেট সেবা পাব না সে ক্ষেত্রে আমাদেরকে পুনরায় আমাদের আগের অবস্থানে ফিরে আসতে হবে সেটি হয়তো আগামী 200 বছরের সম্ভব নয় কিন্তু এমন একটি সময় আসবে আমরা যা ব্যবহার করছি তা হয়ত সম্পূর্ণরূপে খালি হয়ে যাবে ।











একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ